About Abu Reza Md. Yeahia
Abu Reza Md Yeahia is basically a motivator & thinker. He dreamed of a tender society and a diverse subject of the human world - nature, man, human mind, happiness and sorrow, laughter and tears, success, peace and hope for the human world.
Friendship with writing since childhood. He has worked on socio-culture and human welfare since joining the Red Crescent Society and Kachikanchar Asar. Expert debaters was in university life. Has become the university's best debater in the inter-hall debate competition.
He was born in an aristocratic Muslim family in Magura district. Father Late Abu Yeahia Mohamma Abdur Rouf, a renowned scholar of the subcontinent. Mother Late Jamila Khatun. .
Mr. Abu Reza Md. Yeahia is an extensively experienced banker having a glorious career over 34 years. He has earned commendable and considerable professional expertise and reputation in the industry. Currently he is Additional Managing Director (AMD) of First Security Islami Bank PLC.
Mr. Yeahia served Social Islami Bank PLC as Additional Managing Director (AMD), Islami Bank Bangladesh Limited (IBBL) as Deputy Managing Director (DMD). He started his career at IBBL as a Probationary Officer in 1989. During his long career at IBBL he served the bank in different capacities with great expertise and competence. He was promoted to Deputy Managing Director there in recognition of his noteworthy contribution to the bank’s phenomenal growth and widespread reputation.
During his long and colorful career, he attended many workshops, training, seminars and conferences both at home and abroad. To attend seminars and conferences he travelled to Russia, India, China, Malaysia, Indonesia, Thailand, Saudi Arabia, Sri Lanka, Maldives, Brunei, Singapore and Myanmar.
Mr. Yeahia obtained his LL.B & LL.M from University of Dhaka. He is a life member of Dhaka University Alumni Association and Bangladesh Ain Samity.
Apart from his banking career, he has five books to his credit on varied subjects. He also regularly contributes to the national dailies on the issues like banking, economy, and sustainable development and so on. As an analyst, he appears regularly on talk shows of different TV channels of the country as a discussant on the topics of banking and economy. He wrote in various literary magazines. Edited by Mati O Manush Patrika.
He has participated in international seminars and symposiums around the world, including Russia, India, China, Malaysia, Indonesia, Thailand, Saudi Arabia, Sri Lanka, Maldives, Brunei, Myanmar and Singapore.
Abu Reza Md. Yeahia’s Published Books: 'Safolyer Odrishyo Shiri', 'Sukh Safolyer Mayabee Jogot', 'Sukh Safolyer Poth Noksha', 'Tekshoi Banking'.
Upcoming Books: 'Sukh-Shanti-Proshanti'.
আবু রেজা মো. ইয়াহিয়া মূলত একজন মোটিভেটর ও চিন্তাবিদ। স্বপ্ন দেখেন দরদী সমাজ ও মানবিক পৃথিবীর। বিচিত্র তাঁর লেখার বিষয়- প্রকৃতি, মানুষ, মানুষের মন, সুখ-দুঃখ, হাসি-কান্না, সাফল্য, প্রশান্তি এবং মানবিক পৃথিবীর প্রত্যাশা।
শৈশব থেকেই লেখালেখির সাথে সখ্য। সমাজ-সংস্কৃতি ও মানবকল্যাণ নিয়ে কাজ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটিও কচি কাঁচার আসরে যুক্ত থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে ছিলেন তুখোড় তার্কিক। আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিতার্কিক।
আবু রেজা মো. ইয়াহিয়া মাগুরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মরহুম আবু ইয়াহিয়া মোহাম্মদ আব্দুর রউফ। মাতা জামিলা খাতুন।
জনাব আবু রেজা মো. ইয়াহিয়া একজন অভিজ্ঞ ব্যাংকার। ব্যাংকিং পেশায় তার ৩৪ বছরেরও বেশি সময় ধরে একটি গৌরবময় কর্মজীবন রয়েছে। এই পেশায় তিনি যথেষ্ট পেশাদার ও প্রশংসনীয় দক্ষতা এবং খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এ যোগদানের আগে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটিড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে একজন প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এ তাঁর কর্মজীবন শুরু করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এ তাঁর দীর্ঘকর্মজীবনে অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন ডিভিশনের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যাংকের অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং ব্যাপক সুনামঅর্জনে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সেখানে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে উন্নীত করা হয়।
তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বহু কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার এবং সম্মেলনে যোগদান করেছেন। আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে যোগ দিতে তিনি রাশিয়া, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, সিঙ্গাপুর এবং মায়ানমার ভ্রমণ করেন।
জনাব আবু রেজা মো. ইয়াহিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএল.বি ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আইন সমিতির আজীবন সদস্য।
তিনি ব্যাংকিং, অর্থনীতি এবং টেকসই উন্নয়ন ইত্যাদি বিষয়ে জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখেন। একজন বিশ্লেষক হিসেবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের টক-শোসহ বিভিন্ন আলোচনায় ব্যাংকিং খাত, অর্থনীতি বিষয়, চলমান উন্নয়ন ও সমসাময়িক জাতীয় বিষয়ে আলোচক হিসেবেও নিয়মিত উপস্থিত থাকেন।
ব্যাংকিং পেশা ছাড়াও এ পর্যন্ত তিনি বিভিন্ন বিষয়ে পাঁচটি বই রচনা করেছেন। আবু রেজা মো. ইয়াহিয়ার প্রকাশিত বইগুলো হচ্ছে- 'সাফল্যের অদৃশ্য সিঁড়ি', 'সুখ-সাফল্যের মায়াবীজগৎ', 'সুখ সাফল্যের পথনকশা', 'টেকসই ব্যাংকিং'। বই গুলো ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
প্রকাশের অপেক্ষায় রয়েছে 'সুখ-শান্তি-প্রশান্তি' শিরোনামে একটি বই। লিখেছেন বিভিন্ন সাহিত্য পত্রিকায়। এছাড়াও সম্পাদনা করেছেন মাটি ও মানুষ পত্রিকা।