০১. লক্ষ্য স্থির করুন : জীবনের মেয়াদ এতটাই অল্প যে, লক্ষ্যহীন - উদ্দেশ্যহীন হয়ে জীবন নিয়ে পরীক্ষা -নিরিক্ষার সুযোগ নেই। সুতরাং, জীবনের লক্ষ্য স্থির করে, সে লক্ষ্য অর্জনে লেগে থাকুন। আপনাকে লক্ষ্য খুঁজে পেতেই হবে, লক্ষ্যহীন হলে, জীবনের উদ্দেশ্য না থাকলে, আপনি হবেন বল্গাহীন হরিণ। শুধুই ছুটে বেড়াবেন, হয়রান হবেন। কিছুই পাবেন না, কোথাও পৌঁছাবেন না। দিন শেষে হতাশা আপনাকে গ্রাস করবে।
০২. নিজের ওপর আস্থা রাখুন : নিজকে কখনো ছোট ভাববেন না। আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসাবে পরম মমতায় সৃষ্টি করা হয়েছে। আপনার ভেতরেই রয়েছে একটি পৃথিবী। শক্তি - সম্ভবনার আঁধার আপনি নিজেই। কাজেই, দৃঢ়চিত্তে নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যান। অন্যের অনুকরণ করার দরকার নেই। নিজের সহজাত বুদ্ধি দিয়ে, কান্ডজ্ঞান দিয়ে আপনার চারদিকের সবকিছুকে বুঝতে চেষ্টা করুন। নিজের মতো করে ভাবুন, নিজের মতো করে এগিয়ে যান। লেগে থাকুন। নিজের ওপর আস্থা হারালে আপনি হারিয়ে যাবেন অন্ধকার কানা গলিতে। পথের মাঝেই পথ হারাবেন। ০৩. নিন্দুকের কথায় কান দিবেন না : আপনার উদ্দেশ্য যখন মহান, লক্ষ্য যখন বিশাল, স্বপ্ন যখন আকাশছোঁয়ার এবং আপনি এগিয়ে যাচ্ছেন ---- তখন পাছে লোকে কিছু বলবেই। দুষ্টু লোকরা আপনাকে নানা কথায় হতাশ করবার চেষ্টা করবে। ওদের কথা থোড়াই কেয়ার করুন। উন্নাসিক নিন্দুকের ছায়াও মাড়াবেন না। তবে, যারা আপনার গঠনমূলক সমালোচনা করে । তাদের কথায় কান দিন। ঐসব সমালোচনা থেকেই আপনার পথচলার পুঁজি সংগ্রহ করুন। ০৪. স্বপ্নচারিতা বাদ দিয়ে কাজে নামুন : জীবনের যে লক্ষ্য ঠিক করেছন, সে লক্ষ্য পৌঁছনোর জন্য চোখ কান খোলা রেখে কাজ করুন। সময় আর কাজের সম্মিলিত রূপই মূলত আমাদের জীবন। সময়ের সঠিক ব্যবহার কাজের মাধ্যমেই সম্ভব। কাজের মধ্যে আনন্দ খুঁজে নিন। তাহলে, জীবনটাই আনন্দময় হবে। দুর্লভ জীবনটা কাজের মাধ্যমেই ধন্য হয়, সফল হয়।
০৫. সততা বজায় রাখুন : বেআইনী কাজ করে, সাময়িক লাভের আশায় অসততার আশ্রয় নিয়ে আত্মসম্মান বির্সজন দিবেন না। মামলা - মোকদ্দমায় জড়িয়ে জীবনকে - পরিবারকে বিশিয়ে তুলবেন না। সততার শক্তি নিয়ে এগিয়ে যান। সাময়িক দুঃখ - কষ্ট এলেও, আখেরে সততার জয় হবে, আপনি সফল হবেন। তাই, পথ চলুন - কাজ করুন সততার সাথে। সততার পথে অর্জিত সফলতাই আপনাকে মানসিক প্রশান্তি দিতে পারে। আর, প্রশান্ত মন ও কর্মব্যস্ত জীবনই সুখী জীবন ।
We should always keep 6 (six ) things with us : faith, hope , love , tolerance , brave and forgiveness , which help us to overcome all odds and then our works will be the joy of our life.