Featured Post সব ব্লগ

সুখ - দুঃখ নিয়েই জীবন

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০৫-২৫ ০১:৩৫

সুখ - দুঃখ নিয়েই জীবন

সুখ - দুঃখ নিয়েই জীবন। হাসি - কান্না - দুঃখ - কষ্ট জীবনের স্বাভাবিক ধর্ম। কষ্টের সময় নিজেকে হারিয়ে ফেলবেন না।

জীবনের ভালো এবং আনন্দের ঘটনাগুলোর দিকে নজর দিন। স্রষ্টা আপনাকে কতকিছু দিয়েছেন-- সেসব নিয়ে চিন্তা করুন।

মহান আল্লাহ্ আপনার সুখ- দুঃখসহ সব বিষয়েই অবগত। সুতরাং, পরিস্থিতি যাই হোক না কেন তাঁর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে নিজের কাজ করে যান।

তখন, খারাপ সময় বলে আপনার জীবনে কিছু থাকবে না।