Featured Post সব ব্লগ

সত্য - সুন্দর - শুদ্ধতা

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০১-২০ ১০:৩২

মরণকে সাথে নিয়ে মানুষ আসে পৃথিবীতে । মানুষের জন্ম মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। তবুও, মানুষ স্বপ্ন দেখে, আমৃত্যু দেখে। আজন্মলালিত স্বপ্ন বাস্তবায়নে আশা আর ভালোবাসা তার সাথী। অতৃপ্ত মনের মধ্যে আশা আলো জ্বালিয়ে রাখে। এই আশাকে ভাষায় আর বাস্তবে রূপ দিতে ভালোবাসতে হয় নিজেকে, নিজের কাজকে এবং চারপাশের পরিবেশ - পতিবেশকে।

দীর্ঘদিনের চর্চায় ভালোবাসা অভ্যাসে পরিণত হয়। তখন শুধু মানুষ নয় প্রকৃতি - গাছপালা - বনের পশুর প্রতিও ভালোবাসার ভাব সৃষ্টি হয়।

যারা স্বপ্নচারি, যাদের বসবাস স্বপ্নের মধ্যে। তাদের কোনো দুঃখ নেই, তাদের জীবনে দুঃখের অভাব। তাদের কল্পনায় সুখের পিঠে সুখ। তারা সুখের অসুখে অচেতন। কল্পনা আর স্বপ্নের সৌধে দুঃখ - বেদনা, হতাশা - নিরাশা, লালসা - রিরংসার বড় অভাব। তারা অভাবের অভাবে ভোগে। স্বপ্নের জগতে শুধু ভালোবাসাবাসি, শুধু সুখ আর স্বাচ্ছন্দ্যবোধ। সুজলা - সুফলা তার দেশ, ঐশ্বর্যে পরিপ‍ূর্ণ। তবে, জীবন তো স্বপ্ন নয়। স্বপ্নভঙ্গ শেষেই জীবন শুরু হয়। আর, আমরা তো বিচ্ছিন্ন কেউ নই।

চারপাশের সবাইকে নিয়েই আমাদের সুখ - দুঃখ, বেঁচে থাকা, ভালোলাগা, ভালোবাসা। কিন্তু, আমাদের চারপাশে যা ঘটে বা ঘটবে, তা সব সময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে, ঐ ঘটনায় আমরা নিজেদের প্রতিক্রিয়া সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। সামলাতে পারি নিজের অশুভ কথন - বচন - আচরণ। আর যে যত ভালোভাবে সামলাতে পারে সে তত সফল হয়, সুখী হয়।

আনন্দ - বিষাদের দোলায় দুলতে থাকা জীবনে তিনটি বিষয়ে আপোষ করতে নেই : সত্য, সুন্দর ও শুদ্ধতা। এ তিনটি বিষয় যিনি জীবনে ধারণ করতে পারেন তার হৃদয়ে শান্তি - প্রশান্তি নিত্য দোলা দেয়। তার মানবজীবন সার্থক হয়ে ওঠে।