Featured Post সব ব্লগ

সময়কে সঞ্চয় করা যায় না

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০৯-১১ ১২:৪৫

সময় মহামূল্যবান কিন্তু সময়কে সঞ্চয় করা যায় না, শুধুমাত্র খরচ করতে হয়, ঠিকভাবে খরচ করা জানতে হয়। কথা আছে-- "সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না"। সময়কে প্রতিস্থাপন করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় সময়কে নিয়েও যাওয়া যায় না। সময়কে নিয়ন্ত্রণ করা যায় না। সময়ের ব্যবস্থাপনা করার অর্থ আসলে নিজের ব্যবস্থাপনা করা। ঠিক সময়ে ঠিক কাজ করাটাই আসল কথা।

আপনি কখনোই সবকিছু করার জন্য যথেষ্ট সময় পাবেন না। কিন্তু, গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য আপনি সব সময় যথেষ্ট পরিমাণ সময় পাবেন।

নিজের জীবনকে গুছিয়ে সফল হতে হলে নিজের পরিকল্পনাগুলোর অগ্রাধিকার ঠিক করে জরুরি কাজগুলো চমৎকার ভাবে, বুদ্ধিদীপ্ত এবং কর্ম -পরিকল্পনা নিয়ে যথাসময়ে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

আপনি যদি মানুষ হবার অপার সম্ভাবনাগুলো অন্বেষণ করেন, তাহলে দেখবেন "মহামানব" হওয়ার প্রযোজন নেই, 'মানুষ' হওয়াটাই বড় ব্যাপার। 

আপনি মানুষ, আপনি অনন্য, আপনি সৃষ্টির সেরা এবং আপনাকে দেওয়া হয়েছে বিশাল সম্ভাবনার ভাণ্ডার। মহান সৃষ্টিকর্তার ওপর দৃঢ় বিশ্বাস রেখে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন সফল, সুখী ও সার্থক।