শান্ত - সুন্দর - নরম হেমন্তের সকালে সকলকে হৃদয়ের গহিন থেকে শুভেচ্ছা, যেখানে ভালোবাসা থাকে। মহান আল্লাহ্ পাকের রহমতে দিনটি সবার ভালো কাটুক। রঙ-বেরঙের ফুল-ফসলের ডালি সাজিয়ে বছর ঘুরে হেমন্ত আসে । না গরম, না শীত, অতি প্রিয় এক ঋতু।
হালকা শিশিরভেজা-শিউলিঝরা সকাল । মেঘমুক্ত অখণ্ড নীল আকাশ । মিষ্টি সোনা নরম রোদ। মৃদু -হিমেল হাওয়া। শীতের আলতো পরশ। মাঠে মাঠে সবুজ ধান। কী অপূর্ব, কী সুন্দর পৃথিবী। 'আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে ----- ! '
এই সুন্দর সময়ে এসো বন্ধুরা, হৃদয়ে 'ভালোবাসা - মায়া - মমতা, মানুষের কল্যাণ কামনার' চাষাবাদ করি। এসো, মহান সৃষ্টিকর্তার সব সৃষ্টিকে ভালোবাসি ।
সকলের মাঝে আত্মবিশ্বাস, আশা, আস্থা, দয়া,মায়া - মমতা জাগিয়ে তুলি । মানুষের ভেতরের শুভ শক্তিকে জাগ্রত করি । ভালো কাজে সকলকে উদ্বুদ্ধ করি । আর , এসব বিষয়ে নিজেকে ' মডেল ' হিসেবে গড়ে তুলি । সর্বশক্তিমান মহান আল্লাহ্ পাক আমাদের সহায় হোন।