Featured Post সব ব্লগ

সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন এর যাত্রা

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০৪-১৪ ০২:১৬

সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন এর যাত্রা

নববর্ষের শুভেচ্ছা। সববন্ধুদের জন্য শুভ কামনা নিরন্তর।

সময় বয়ে চলে, জীবনও চলে। হাত ধরাধরি করেই চলে। তবে, সব সময় জীবন সুখের হয় না। তবুও, সময় থেমে থাকে না। কারণ, জীবনের সুখ - দুঃখ, ব্যথা - বেদনা আছে, সময়ের নেই। 

সময় আর কাজের সমষ্টিই জীবন। কাজের মাধ্যমেই সময়কে কাজে লাগাতে হয়, জীবনকে সাজাতে হয়। নব নব কিশলয়ে জীবনকে সাজাতে হলে,  জীবনবৃক্ষে ফুল ফুটাতে হলে, ফল ধরাতে হলে জীবন নিয়ে- জীবনের উদ্দেশ্য নিয়ে দার্শনিকের মতো, শিল্পীর মতো, মরমীয়ার মতো,  স্রষ্টার প্রতিনিধির মতো ভাবনা ভাবতে হবে। কারণ, জীবন সাধনা ছাড়া সফল হতে পারে  না। 

প্রিয় বন্ধুরা, চলো বাংলা নববর্ষের  প্রথম ভোর থেকেই সে ভাবনা শুরু করি, ভালো কাজে নেমে যাই। ইনশা আল্লাহ মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে আজ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে "সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন"। সকলের দোয়া চাই।