Featured Post সব ব্লগ

প্রতিটি জীবন মূল্যবান

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০১-০১ ১২:১৩

প্রতিটি জীবনই মূল্যবান। প্রতিটি মানুষই ধর্তব্য। প্রত্যেককে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে স্রষ্টা পরম মমতায় সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে অমিত সম্ভাবনা। একে আপরকে সাহায্য করতে হয় এই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে।

সম্ভাবনা তখন শক্তিতে আর সৃজনশীলতায় রূপ নেয়। আর এই শক্তি আর সৃজনশীলতা মানুষের পূর্ণ বিকাশ ঘটায়। পূর্ণ বিকশিত মানুষ হচ্ছে ফুটন্ত গোলাপ ফুলের মতো। আর, গোলাপ কি সুঘ্রাণ না ছরিয়ে থাকতে পারে? 

আমাদের আকাঙ্ক্ষা তাই ----- সকল মানুষের ভেতরের অমিত সম্ভাবনা জেগে উঠুক, তার ভেতরের মনুষ্যত্ব কথা বলুক , প্রতিটি মানুষ তার সৃজনশীলতা - মননশীলতা দিয়ে নিজকে, সমাজকে, দেশকে এবং মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে যাক, মানুষের ভেতরের ও বাহিরের পশুত্ব ও অশুভ শক্তির পরাজয় ঘটুক। 

বঞ্চনা থেকে সমৃদ্ধির দিকে, নৈরাশ্য থেকে আশার দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, সম্ভাবনার দিকে মানুষ এগিয়ে যাক । সবার পেছনে যে পড়ে আছে, তাকে দিয়ে যদি আমরা আমাদের আলোর পথের যাত্রা শুরু করি, তাহলে যাত্রা শেষে যখন আমরা আমাদের লক্ষ্যে - আলোর মিনারে পৌঁছাব, তখন দেখব আর কেউ পিছিয়ে নেই, পেছনে নেই । আর তখনই মানবতার জয়গানে মুখরিত হবে সবুজ - শ্যামল পৃথিবী।