রূপ - রস - গন্ধ , ফুল - ফল -ফসলে ভরা প্রকৃতির বহু বিচিত্র রূপ। এর মাঝে জেগে ওঠে বহু স্বর - সুর - মূর্ছনা। তবে, বৈচিত্রের মধ্যেও রয়েছে একটি ছন্দ। কারণ, এই সুন্দর ধরণীর রয়েছেন এক জনই মাত্র স্রষ্টা। যিনি পরম ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন। আর মানুষের জন্যই এই সুন্দর ধরণীকে সৃষ্টি করেছেন।
প্রকৃতির মতো আমাদের জীবনেও ছন্দ থাকা চাই। জীবনের ছন্দ - পতন হলে মানুষ বিষণ্নতায় ভোগে। বিষন্নতা মানুষকে করে কর্মবিমূখ। আপনি আল্লাহর কতো নিয়ামত ভোগ করছেন, কতকিছু তিনি আপনাকে দিয়েছেন ---- তা নিয়ে চিন্তা করলে, না পাওয়ার বেদনা থাকবে না, বিষন্নতা পালিয়ে যাবে, জীবনের ছন্দ ফিরে আসবে, হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। আর প্রশান্তি আপনাকে সুখী করবে।
মানুষ মহান স্রষ্টার খলিফা হিসাবে শুধু নিজের নয় অন্যের ও প্রকৃতিরও যত্ন নিবে। সাগর - পাহাড় নদ- নদী, বন - বনানী, পশু - পাখি --- সবকিছুকেই ভালোবাসবে, আপন করে নিবে, নিবে আর দিবে, মিলাবে, মিলিবে।
প্রকৃতির ছন্দের সাথে আপনার জীবনের ছন্দ মিলে এক অপার্থিব আনন্দ- সুরের মূর্ছনা সৃষ্টি হবে। প্রকৃতি ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন।