আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব, আপনি অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই সুখী হবার অধিকার আপনার আছে। মানবজীবন মহান স্রষ্টার এক অতিমূল্যবান উপহার। জীবনের বাঁকে বাঁকে অনেক সুযোগ আসে, অভিজ্ঞতা জমে, ভালোবাসা - আনন্দ - বেদনা খেলা করে। আপনার কল্পনা আপনার উদ্যোগ ও কাজের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। অবশ্য জীবনে চ্যালেঞ্জ - পরীক্ষা থাকবেই। এগুলো আপনাকে ব্যর্থ করতে, দুঃখ দিতে, অসুখী করতে আসে না। আসে আপনার সক্ষমতা বৃদ্ধি করতে, 'Character building' করতে।
আপনাকে কেউ সুখী করতে পারব না, যদি আপনি নিজে সুখী না হন। আমরা সবাই নিজ নিজ সিদ্ধান্ত ও কাজের জন্য দায়ী। অন্যের ওপর দোষ চাপিয়ে যেমন লাভ নেই, তেমনি পরিবেশ - পরিস্থিতি, বিশেষ ঘটনা এবং ভাগ্যের ওপর দোষ চাপানো বোকামি।
আমরা অতীতে ফিরে গিয়ে কোনো ভুল সংশোধন করতে পারব না, তবে ঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর - সুখকর এবং ভবিষ্যতকে সম্ভাবনাময় করতে পারি। জীবন একটাই, জীবনে রিহার্সেলের (Rehearsal) কোনো সুযোগ নেই।
মহান স্রষ্টার ওপর দৃঢ় বিশ্বাস নিয়ে জীবনে সুখী হওয়ার দায়িত্ব নিজে নেওয়া একটি চমৎকার বিষয়।
এটা গাড়ির ড্রাইভিং সিটে বসার মতো আনন্দদায়ক।
তবে, 'Steering wheel' ধরার আগে ড্রাইভিংটা ভালো করে শিখে নিতে হয়। নাহলে, শুধু আপনার জীবন নয় অন্যের জীবনও দূর্ঘটনার হুমকির মধ্যে পরবে।