Featured Post সব ব্লগ

মনের মধ্যে চিন্তার জট

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২১-১২-২৯ ০৬:১১

জীবন ঝর্ণার মতো উচ্ছল, নদীর মতো গতিময় আকাশের মতো উদার, আকাশের মতে বিশাল আর ফুলের ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে, যখন মন ভালো থাকে। মনের আকাশে কালো মেঘ না থাকলে মনের মাধুরী মিশিয়ে কত রঙিন ছবিই না আঁকা যায়। তখন চোখ যে মনের কথা বলে। মনের সাথে মনের মিলন হয়। আবার, এই মন থেকেই শুরু হয় নানা সমস্যা । ঠিক বিশ্বাস আর জীবনদৃষ্টির অভাবে মনের মধ্য সুতোর জটের মতো চিন্তার জট পাকিয়ে যায়। নেতিবাচকতা জীবনের গতি রুদ্ধ করে। সম্ভবনা সমস্যায় রূপ নেয়, ব্যর্থতার চোরাবালিতে আটকে যায় জীবন, সুখ - সফলতা হয়ে যায় সোনার হরিণ, আলেয়ার আলো, মায়া মরিচীকা।

তাই জীবনে সফলতার জন্য চাই প্রশান্ত মন । জানা চাই মনের মধ্যের চিন্তার জট খোলার উপায় । সুতো এলোমেলো করে একত্রে রাখলে জট পাকিয়ে যায় । কোন কাজে লাগে না । কিন্তু, সুতো সুন্দর করে কোয়েল করে পেঁচিয়ে রাখলে জট পাকায় না । সুতো একটা লাইনে থাকে,কাজে লাগে । মনেরও একই অবস্থা।

ঠিক বিশ্বাস, ঠিক জীবনদর্শন - জীবনদৃষ্টি না থাকলে, মনকে লাগামহীন ছেড়ে দিলে, মন চলে লাইন ছাড়া, মনের মধ্যে চিন্তার জট পাকায়। মানুষ গতি হারায়, জীবন - গাড়ি পথ হারায় ।

মহান স্রষ্টা অত্যন্ত ভালোবেশে মানুষ সৃষ্টি করেছেন । দিয়েছেন দুর্লভ এক জীবন, তাঁর সৃষ্টির সেরা মানুষ যাতে সফল হতে পারে,সেজন্য দিয়েছেন এক অফুরন্ত সম্পদ বা পুঁজি,যার নাম মস্তিষ্ক যেটি একটি সুপার কম্পিউটারের চেয়ে কমপক্ষে দশ লক্ষ গুণ শক্তিশালী । এই মস্তিষ্ককে চালায় মন । মস্তিষ্ক হচ্ছে হার্ডওয়্যার আর মন হচ্ছে সফটওয়্যার । এই মনের মধ্যে নিজের জন্য, মানুষের জন্য ভালোবাসার ভূবন তৈরি করুন, কল্যাণ আর মঙ্গলের চাষাবাদ করুন। তাহলেই, জীবনের জমিনে আনন্দ - সাফল্য - শান্তি - প্রশান্তির ফসল ফলবে।