মানুষের জীবন এক জটিল জলাশয়। সুখ - দুঃখ এখানে পরিযায়ী পাখি। ক্ষণিকের অতিথি মাত্র। সুখ - দুঃখ আমাদের সাথে লুকোচুরি খেলে। এই আছে, এই নেই। সুখ - দুঃখ - আশা - নিরাশার নাগরদোলায় দুলতে থাকে জীবন।
জীবন যেন কখনো শান্ত - নিস্তরঙ্গ নদীর বুকে এক ছিপছিপে ছোট্ট নৌকা। কখনোবা মাতাল বাতাসের চাবুকে খানখান স্বপ্নের সাজানো বাগান। জীবন এমনই। অবিমিশ্র সুখ নেই জীবনে। সুখ - দুঃখ মিলেমিশে যমজ - জীবন।
অবশ্য, কর্মব্যস্ত মানুষের কাছে দুঃখ খুব একটা পাত্তা পায় না। দুঃখ নিয়ে ভাবার সময় কোথায় তার। তার সময় নেই, সময় নষ্ট করার। সুতরাং, আসুন বন্ধুরা, নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখি। হতাশা - নেতিবাচক চিন্তাকে মন থেকে ঝেটিয়ে বিদায় করি। মনের বাগানে বিশ্বাস - আশা- ভালোবাসা আর সৎচিন্তার ফুল ফোটাই। নিজের কাজের মাঝেই সুখ খুঁজে নেই।
সকালের মিষ্টি রোদ উপচে পড়ছে। কিচিরমিচির করে তোমাকে ডাকছে ছোট্ট চড়ুই। তোমার অপেক্ষায় ভোরের মৃদু ঠাণ্ডা বাতাস। তবুও, তুমি ঘুমিয়ে? জেগে ওঠো। নিজের ভেতরের সমগ্র শক্তি নিয়ে জেগে ওঠো। ভোরের সূর্যের মতো দৃশ্যমান হও। হৃদয়ে লুকিয়ে থাকা মায়া - মমতা - ভালোবাসা জাগিয়ে তোল। হয়ে ওঠো অনন্য মানুষ। আসো, সকলে মিলে প্রেমময় - মমতাময় দরদি সমাজ আর মানবিক পৃথিবী গড়ি।