Featured Post সব ব্লগ

জীবনের বাঁকে বাঁকে

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২১-১২-২৫ ১২:৪৭

জীবন এক বিচিত্র ভ্রমণ। আমরা মুসাফির। আমরা অনবরত পথ চলছি। এই চলার পথে কতো বিচিত্র মানুষের দেখা মেলে। কেউ রগচটা, কেউ শান্ত, কেউ মেধাবী, কেউ জ্ঞান পাপী, আবার কেউ বাকপট - বর্ণচোরা।কতরঙ - কতঢং - কতভঙ। অনেকে ইতিবাচক।

আবার অনেকে নিজে ইতিবাচক তো নয়- ই, বরং অন্যের ইতিবাচক কাজের সমালোচনায় আনন্দ পায়। অনেকের কাজই হচ্ছে কথায় – আচরণে অন্যকে কষ্ট দেয়া। এসব মানুষের আচরণে - কথায়- কাজে কষ্ট পেয়ে, টেনশন করে লাভ নেই। এদের কথায় – কাজে কষ্ট পাওয়া, রেগে যাওয়া টেনশন করা মানে হচ্ছে আপনি আপনার ভালো – মন্দ থাকার চাবি তাদের হাতে তুলে দিয়েছেন। আপনার জীবনের রির্মোট আপনার হাতেই রাখুন। অন্যের হাতে তুলে দিবেন না। বাহিরের ঘটনায় আপনি যত কম প্রভাবিত হবেন ততই ভালো থাকবেন। নৌকা যেমন পানিতে চলে, সেভাবে চলুন। পানির মধ্যেই চলবেন কিন্তু জীবন – নৌকার মধ্যে যেন পানি প্রবেশ না করে।

এতো সংক্ষিপ্ত জীবনে অন্যের কথায় – কাজে রিয়াক্ত করার, টেনশন করার সময় কোথায়? সুতরাং, সঠিক জীবন – দৃষ্টি সহ ইতিবাচক মনোভাব নিয়ে নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।