Featured Post সব ব্লগ

জান্নাতে অভাবের-ই অভাব থাকবে

জিবনের উপলব্ধি  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০৪-১৭ ০৫:১৫

এ পৃথিবী প্রধানত লোভী-প্রতারক-অস্থিরচিত্ত মানুষে ভরপুর। অসত্য-ভন্ডামি-ছলনা-জৌলুস এর অলংকরণ। এখানে পাপের সাথে পূর্ণ, ন্যায়ের সাথে অন্যায়, ভালোর সাথে মন্দ, সাদার সাথে কালো, মধুরতার সাথে তিক্ততার, মিলনের সাথে বিরহ মিশে আছে। আর সব চেয়ে বড় সত্য জীবনের সাথে মৃত্যু মিশে আছে।

এখানে ন্যায়-সত্য-শুভকে সহজে পাওয়া যায় না। কিন্তু পাপ-ভন্ডামি-মন্দ সবখানে দৃষ্টিগোচর। কারণ, পৃথিবীর ক্ষণিকের আয়ুতে স্বল্প সম্ভার পেয়েই আমরা আনন্দে দিশেহারা। পরকালের অনন্ত জীবন ও অনন্তসুখ সম্পর্কে আমরা পুরাপুরি সচেতন নয়। কিন্তু, পৃথিবী আমাদের স্থায়ী ও আসল ঠিকানা নয়। 

পৃথিবী কর্মের জায়গা, ভোগের জায়গা জান্নাত। সেখানে কোনো ভালো জিনিসের অভাব থাকবে না। তবে, অভাবের অভাব থাকবে। সুতরাং, দুনিয়ার সাময়িক অভাবে কাবু-কাহিল হবেন না, পাত্তা দিবেন না। 

আপনি সজাগ-সতেজ ও কর্মমুখর হলে অভাব পালিয়ে যাবে। আসলে অভাব সমস্যা নয়, অভাববোধ-ই সমস্যা। ধন-সম্পদ, বাড়ি-গাড়ি আপনার অভাববোধকে দূর করতে পারবে না। আপনার আত্মার অভাব মুক্তিই আপনাকে অভাব বোধের ফাঁদ থেকে বাঁচাতে পারে।

আপনার হাতে টাকা নেই, তাকিয়ে দেখুন পাশে হয়তো কারো হাত-ই নেই। সুতরাং, সামান্য সমস্যায়-অভাবে হা-হুতাশ করবেন না। ভালো কাজের নিয়ত করুন, কাজটি শুরু করতে জোরে-শোরে পথে নামুন, পথই আপনাকে পথ দেখাবে। মহৎ কাজের লক্ষ্যে পথ চলাতেও আনন্দ পাবেন।