Featured Post সব ব্লগ

ফুল নিজ অন্তরের আবেশে ধীরে ধীরে ফোটে

নান্দনিকতার ভালোলাগা  |  ব্লগ  |  আবু রেজা মো. ইয়াহিয়া

২০২২-০৫-১৭ ১০:২০

ফুল নিজ অন্তরের আবেশে ধীরে ধীরে ফোটে

ফুল নিজ অন্তরের আবেশে ধীরে ধীরে ফোটে। তার কোন তাড়া নেই। তার ধ্রুবগতির শোরগোল নেই। আমরা তাড়াতাড়ি ফুটতে গিয়ে অঘটন ঘটাই।

জীবনের বাঁকে বাঁকে ফুল ফোটাতে লাগে চেতনা - সাধনা - অধ্যবসায়।

সসীম মানুষ সাধনায় পূর্ণতা পায়।  আর,পূর্ণতা তাকে প্রজ্ঞাবান করে। তার অন্তর্দৃষ্টি খুলে যায়। মনুষ্যত্বের পূর্ণ বিকাশেই মানবজীবনের স্বার্থকতা। 

পূর্ণ বিকশিত মানুষই  হয় অনন্য মানুষ। আর, অনন্য মানুষই অন্যকে আপন করে নিতে পারে। স্রষ্টার কাছে হয় গ্রহণীয়। আসুন, আমরা অনন্য মানুষ হওয়ার সাধনা করি।