জীবন-মৃত্যু একই বৃন্তে দুটি ফুল। এক সাথে বেড়ে ওঠা। এক সাথেই দুজনার পথ চলা। একটিকে বাদ দিয়ে অন্যটির আশা করা বৃথা। ফুটফুটে শিশুর জন্মের ক্ষণেই তার মৃত্যুর জন্ম হয়। শিশুটির বেড়ে ওঠা মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
আমরা সুন্দর জীবনের প্রত্যাশা করি। জীবনকে নানা রঙে রাঙিয়ে তুলি। ফুলে - ফলে ভরিয়ে তুলি। কিন্তু, আসলে মৃত্যুই অনিবার্য পরিণতি। তাই, সুন্দর জীবনের আশার সাথে সাথে, সুন্দর মৃত্যুর প্রস্তুতি জরুরি।
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?"
আবার মৃত্যুই শেষ নয়। নশ্বর পৃথিবীর সফর শেষে অনন্তের পথে যাত্রা ই মৃত্যু। একটি সুন্দর মৃত্যু মানে, অনন্তের পথে সুন্দর যাত্রা। সুন্দর মৃত্যু বাহ্যিক বিষয় নয়। এটি একটি গুণগত অবস্থা। সুন্দর মৃত্যুর জন্য পৃথিবীর অনেক লোভনীয় বস্তুর হাতছানি এড়িয়ে যেতে হয়। জীবন যাপনের জন্য সঠিক জীবন - দৃষ্টি ঠিক করতে হয়। তার আলোকে জীবনের পথনকশা আঁকতে হয়। জীবনের মতো মৃত্যুকেও ভালোবাসতে হয়। একটি সুন্দর মৃত্যুর মনছবি হৃদয়ের মধ্যে অতিযত্নে রাখতে হয়।
ভালো মৃত্যুর লক্ষণ হচ্ছে --মৃতের মুখে হাসি আর চার পাশের হাজারো মানুষের চোখে জল। শুধুমাত্র মানুষ নয় প্রকৃতিও যার বিচ্ছেদ বেদনায় আহাজারি করে, আকাশের অশ্রু ঝরে, বাতাসের প্রবাহ ক্ষণিকেরতরে থেমে যায়, পাখি তার গান ভুলে যায় ।
দরদি মন নিয়ে ভালো কথা, ভালো কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটিয়ে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা গেলেই সুন্দর মৃত্যুর আশাকরা যেতে পারে।