"অতীতটাকে বাক্সে পুরে শিকেয় তুলে রাখ" --- এটি গায়ক নচিকেতার একটি বিখ্যাত গানের কলি। আসলেই অতীতের সুখ-দুঃখ-ব্যাথা-বেদনা কে নিত্য সংগী করে বয়ে বেড়ানোর কোন মানে নেই। অতীতে বসবাস করে লাভ নেই। " What is past is past and past for ever." সুতরাং, বর্তমানেই বসবাস করুন। অতীতের দুঃখ-বেদনা-হতাশা নিয়ে অনুতাপ করে লাভ নেই। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানে বসবাস করতে শিখতে হবে। ভবিষ্যতের সুখস্বপ্নে বিভোর হয়েও লাভ নেই। " Now is the most important time." --- এই মূল্যবান বর্তমানকে অতীতের ভুলের অনুশোচনা আর ভবিষ্যতের স্বপ্নচারিতায় নষ্ট করা চরম বোকামি।
অতীত নিয়ে দুঃখ করা সময়ের অপচয় মাত্র। এক অর্থে অতীতের "না-পাওয়া" নিয়ে অনুশোচনা বা দুঃখ করা হলো, গ্লাসের দুধ মাটিতে পরে যাওয়ার পর আবার গ্লাসে ফিরে পাওয়ার আকুতি। যা আদৌ সম্ভব নয়। অতীতে আটকে থাকলে বর্তমানের সুখও হারিয়ে যাবে।
আবার, ভবিষ্যৎ নিয়ে বেশি বেশি ভাবতে গেলে অতীতচারিতার মতোই তা আমাদের বর্তমানকে নষ্ট করবে, চলার গতিকে মন্থর করে দেবে।
ওমর খৈয়াম বলেছেন, "নগদ যা-পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূণ্য থাক, দূরের বাদ্য লাভ কী শুনে? মাঝখানে যে বেজায় ফাঁক"।
তবে, নগদ পাওয়ার লোভে নীতি - নৈতিকতা বিসর্জন দেওয়া মনুষত্বের জন্য অপমানকর, আত্মহত্যার শামিল। টাকা বা সম্পদ গুরুত্বপূর্ণ। কিন্তু, শেষ বিচারে এগুলো চূড়ান্ত কোনো লক্ষ্য বা প্রাপ্তি নয়। এগুলো লক্ষ্যে পৌঁছনোর সহায়ক হতে পারে।
বর্তমানে বসবাস মানে অতীতকে অস্বীকার করা নয়।
অতীত তো আমার ইতিহাস। ইতিহাসেইতো আমার জীবনীশক্তি প্রোথিত। অতীতের 'আমি'ই আমার বর্তমানকে সৃষ্টি করেছে। অতীতের 'প্রোগ্রামিং'- এর ফসলই আমার বর্তমান।
মানুষ ভুলের উর্ধ্বে নয়। মানুষ পাপ করে। মানুষ ভুল করে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তওবা করতে হবে। কোন মানুষের অধিকার হরণ করলে, তাক তা ফিরিয়ে দিতে হবে। কাউকে কথা বা কাজের দ্বারা কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে। একই ভুল বা একই অপরাধ যেন পুনরায় না হয় সে জন্য সাবধান ও সতর্ক তাকতে হবে। কিন্তু, অতীতের ভুল নিয়ে অযতা বর্তমানে অনুশোচনা করে, টেনশন করে ভালো কিছু অর্জন হবে না।
Life isn't a rehearsal. We get only one go at it. So we need to make every moment count.
We should learn from past mistakes and then move on.
'বর্তমানে' বসবাসের জন্য যা করণীয় :
* চারিদিকের বিষয়ে সজাগ থাকা
* বর্তমানের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া
* অতীত বা ভবিষ্যতে বাস না করা
* দিবাস্বপ্ন বাদ দেওয়া
* বর্তমানের চারিদিকের মানুষকে গুরুত্ব দেওয়া
Be aware, concentrate, don't dwell on the past or the future, minimize daydreaming, engage with others and you'll make the most of every day.