মহান আল্লাহ্ আপনাকে অত্যন্ত ভালোবেসে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনাকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, যা কাজে লাগিয়ে পৃথিবীতে আপনার মহৎ কিছু করার আছে । পৃথিবীতে আপনার স্বতন্ত্র হাতের ছাপ, পায়ের চিহ্ন রেখে যাওয়া উচিৎ । আর তার জন্য আত্মনির্মাণ ও আত্ম উন্নয়ন জরুরি।
প্রতিটি মানুষ পৃথিবীতে আসে নিজেস্ব একটি সম্ভাবনা নিয়ে । সেই সম্ভাবনা কাজে লাগাতে নিজকে ঘসে - মেজে প্রস্তুত করতে হয়। নিজের জীবন নিজেই বদলাতে হয়। নিজের জীবনের সম্ভাবনা নিজেই সফলতায় রূপ দিতে হয়। আর, তার জন্যই একান্ত দরকার নিজের উন্নয়ন অর্থাৎ আত্মনির্মাণ বা আত্মগঠন। নিজের জীবনের মহিমা আবিষ্কার করে মানবতার কল্যাণে লাগাতে হয়।
আত্মনির্মাণ এর প্রথম ধাপই হলো নিজকে জানা ও নিজকে ভালোবাসা --- নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করা । দক্ষিণ কোরীয় বয় ব্যান্ড দল 'বিটিএস' সারা পৃথিবী মাতিয়েছে তাদের প্রকাশিত গানের অ্যালবাম "লাভ ইউরসেলফ" ও কর্মসূচি "লাভ মাইসেলফ" দিয়ে। তাদের কাজে মুগ্ধ হয় জাতিসংঘ। ডাক পড়ে দলনেতার। এর দলনেতা তরুণ গায়ক 'কিম নাম জুন' জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক নজিরবিহীন চমৎকার বক্তব্যে পথহারা - হতাশ তরুণদের উদ্দেশ্যে বলেন, "তোমার নাম কী, পরিচয় কী, কী তোমাকে রোমান্সিত করে? কখন তুমি তোমার হৃদস্পন্দন শুনতে পাও? তোমার গল্প বলো। আমরা তোমার আওয়াজ শুনতে চাই। জাতি - ধর্মে - বর্ণে তুমি যে- ই হও না কেন, তুমি যেখান থেকে আওয়াজ দাও না কেন, আমরা শুনব। তোমার, গায়ের রঙ, তোমার জাতিসত্তা যা - ই হোক না কেন, সব ভুলে তুমি তোমার মনের কথাটা বলতে শুরু করো।" আমরাও বলি, "লাভ ইউরসেলফ" - নিজকে ভালোবাসো। জেগে ওঠো, নিজের ভেতরের আওয়াজটা শুন। ভালো - মন্দ, ভুল - ভ্রান্তি সহ নিজকে নিজের "আমি" কে গ্রহণ কর। তাহলে, চারিপাশের অন্য মানুষকেও আপন মনে হবে। "আমি" "আমরা" একাকার হয়ে যাবে। ব্যক্তি "আমির" সঙ্গে সামষ্টিক 'আমরা''র একটা সমন্বয় গড়ে তুলতে হবে। তখন, একের সম্ভাবনা সকলের সফলতায় পরিণত হবে । আত্মকেন্দ্রীকতা আর আত্ম উন্নয়ন কিন্তু এক নয়। চারপাশের মানুষের কল্যাণে নিজকে কাজে লাগানোর উদ্দেশ্যেই আত্ম উন্নয়ন আর আত্মনির্মাণ। " সকলের তরে সকলে আমরা, সকলে আমরা পরের তরে"। এটাই আত্মনির্মাণের মূল ভিশন।
A simple guide to self - development: Self- development is not about competing with others but about ---- making the best of you for you and others.
- Develop a positive philosophy of your life.
- Set goals and have a vision.
- Be aware of what is going on in the world.
- Read whenever you have the chance.
- Open your eyes to what is around you.
- Try new hobbies.
- Eliminate negative aspects of your personality.
- Share your achievements with others.
- Regularly assess where you are and congratulate yourself on what you have achieved.
- Have a role model.